ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্রের নাম আফিল মোল্লা। মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাই আলী মোল্লার ছেলে তিনি।
বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির চার নম্বর হলে বিয়ের বেশ ঘটা করেই আনুষ্ঠানানের আয়োজন করা। এরআগে গত শনিবার মিরপুরের একটি রেস্টুরেন্টে কনের গায়ে হলুদ সম্পন্ন হয়।
সন্ধ্যায় আনুষ্ঠানিকতার শুরুতে ছিলেন না সাকিব। মেরিলিবোন ক্রিকেট কমিটির সভায় যোগ দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন এ অলরাউন্ডার। সেখান থেকে ফিরে সরাসরি যোগ দেন অনুষ্ঠানে। জানা গেছে, কনের পরিবার সাকিবের পক্ষ থেকে বরকে গাড়ি উপহার দেয়া হয়।
বিয়ের অতিথিদের তালিকাও ছিলো দীর্ঘ, প্রায় এক হাজারের মতো। জাতীয় দলে সাকিবে সতীর্থ তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনসহ অনেক ক্রিকেটারই ছিলেন। নুসরাত ইমরোজ তিশাসহ ছিলেন বিনোদন জগতের অনেকেই।
(এমটি নিউজ)
নিউজ ডেস্ক:
আপডেট,বাংলাদেশ সময় ৭:২০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮,শুক্রবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur