Home / জবস / ঈদ-উল-আজহায় ৫০% বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা
teachers
প্রতীকী ছবি

ঈদ-উল-আজহায় ৫০% বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

আগামী ঈদ-উল-আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০% উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মান্থলি পেমেন্ট অর্ডার ভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

এ বিষয়ে ২১ এপ্রিল অর্থ সচিবকে পাঠানো এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আগামী ঈদুল আজহার মূল বেতনের ৫০% উৎসব ভাতা প্রদানের চূড়ান্ত অনুমোদনের অনুরোধ করেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন-২৯ এপ্রিল অর্থ উপদেষ্টা ও সচিব দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে।

এর আগে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ প্রস্তাবে গত ১৫ এপ্রিল সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% করতে মাসে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তবে এজন্য নতুন করে ২২৯ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে ২২৯ কোটি টাকা সংকুলানের নির্দেশনা দেয় অর্থ বিভাগ।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাতে বরাদ্দ থেকে অব্যয়িত ২২৯ কোটি সংস্থান করে উৎসব ভাতা হিসেবে দিতে চূড়ান্তভাবে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে সরকারি ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

২৫ এপ্রিল ২০২৫
এজি