মানুষ জীবিকার তাকিদের কতই কিছুই না করে। এ ধরণের এক চিত্র ভারতের একটি বাজারে দেখা যাচ্ছে। যেখানে রেল লাইনের কোল ঘেঁষে গড়ে উঠেছে ফুটপাত। রে আসলেই ফুটপাতগুলো ছাউনি সরিয়ে নিতে হয়। ভিডিওটি দেখলে অনেকটা আশ্চার্য মনে হবে আপনার। আর মনের প্রশ্ন জাগতে পারে মানুষ এতটা ঝূঁকিপূর্ণ পন্থায় মানুষ কেন জীবিকা নির্বাহ করে?
ভিডিওটি দেখুন—
চাঁদপুর টাইমস-ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur