দুই বন্ধুর মাথায় হঠাৎ বুদ্ধি খেলে তারা বিমান চুরি করবে। দু’জনে মিলে পরিকল্পনাও শুরু করে। বিমান বহন করার জন্য জোগাড় করে একটা ট্রাক্টর। এরপর ছোট একটি এয়ারক্রাফট চুরি করে ট্র্যাক্টরে করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইনাট কাউন্টিতে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উইনাট কাউন্টির অফিস থেকে একটি ছোট বিমান চুরি হয়ে গেছে। আর যে দুই কিশোর বিমানটি চুরি করেছে তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৫।
অবশ্য পরে ওই দুই কিশোরকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত করে তারা জানতে পারে, বিমান চুরি করা ওই দুই কিশোর একটি ট্র্যাক্টর জোগাড় করে উইনাট কাউন্টির অফিসে চলে আসে। সেখান থেকে একটি সিঙ্গল ইঞ্জিন স্পোর্টস এয়ারক্রাফট চুরি করে পালিয়ে যায়।
উইনাট শহর থেকে মাত্র ৩২ মাইল দূরে বিমানটিকে উড়তে দেখে পুলিশের সন্দেহ হলে তার অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করে পুলিশ।
পুলিশের কাছে দেয়া জবানবন্দীতে ওই দুই কিশোর জানায়, তারা বিমানটি নিয়ে ওয়াশাচ শহরে পাড়ি দেওয়ার মতলবে ছিল। কিন্তু শেষ মুহূর্তে এ পরিকল্পনা পাল্টে ফেলে তারা। বর্তমানে স্প্লিট মাউন্টেন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে ওই দুই কিশোরকে।
বার্তা কক্ষ
২৬ নভেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur