চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
দেশের জনপ্রিয় সঙ্গিত শিল্পী পড়শি। এতদিন তিনি তার সুরের যাদুতে মাতিয়েছেন বাংলাদেশের মানুষকে। এবার তিনি সেই যাদু ছড়াবেন ওপার বাংলার মানুষের মাঝে।
জানা গেছে, কলকাতার একটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রাজিব বিশ্বাসের ‘ক্রাইম’ ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার মিউজিক ডিরেক্টর ডাব্বু ঘোষাল।
তিনি বলেন, ‘কিছুদিন আগে পড়শী ক্রাইম ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন। ওর মধ্যে অনেক প্রতিভা আছে। তাই ওকে দিয়ে গানটি গাওয়ালাম। পড়শী গানটি চমৎকার গেয়েছেন।’
এর আগে অবশ্য পড়শী ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শানের সঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন। ওই গানেরও সুর-সঙ্গীত করেছিলেন ডাব্বু।
গানটি শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে ব্যবহার করা হয়েছে। তারও আগে পড়শী তার একক অ্যালবামে একটি হিন্দি গান গেয়ে চরম বিতর্কের মুখে পড়েন। তবে ‘খোদা তুঝসে’ শিরোনামে এ গানটি তরুণ প্রজন্মের মাঝে বেশ সাড়া ফেলেছিল।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur