চাঁদপুর টাইমস ডেস্ক:
সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের খবর যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে এবার ভারতীয় এই বাহিনী এই সীমা এতটাই নিচে নেমেছে যে বাংলাদেশি সীমানার একটি হাতিকে গুলি করে হত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে শেরপুর সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রাম। মঙ্গলবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০৩ নম্বর পিলারের কাছে বাংলাদেশ অংশে হাতিটির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ৭-৮ বছরের ওই পুরুষ বন্য হাতির মৃতদেহ উদ্ধার করে।
এলাকাবাসীরা জানায়, সোমবার রাতে বন্য হাতির একটি পাল বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ জওয়ান হাতির পালে গুলি চালায়।
এ সময় ওই পুরুষ হাতিটি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে রাতের কোনো এক সময় হাতিটি মারা যায়।
বন বিভাগের পক্ষ থেকে হাতিটির ময়নাতদন্ত শেষে ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে মাটিচাপা দেয়া হয়।
এ ব্যাপারে শেরপুরের সহকারী বন সংরক্ষক মমিনুর রশিদ ও নকসী সীমান্ত ফাঁড়ির বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, সুরতহালে হাতিটির মাথায় একটি গুলির ও পিঠে বলম্বের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।