শীর্ষ সংবাদ

চাল চুরি কেলেংকারিতে চেয়ারম্যান বহিষ্কারের পর এবার প্রত্যাহার ইউএনও

ত্রাণের চাল চুরি কেলেংকারিতে চেয়ারম্যান বহিষ্কারের পর এবার প্রত্যাহার হলেন কক্সবাজারের ইউএনও সাঈকা সাহাদাত।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাতকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় নিয়োগ পেলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা বেগম। সম্প্রতি সাঈকা সাহাদাতের বিরুদ্ধে ১৫টন চাল চুরির অভিযোগ ওঠে। এরআগে একই অভিযোগে প্রত্যাহার হন টেটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সাময়িক বহিস্কার করা হয়।

প্রত্যাহারকৃত ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে সম্প্রতি ১৫ টন চাল কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ উঠে।

চাল কেলেংকারিসহ ইউএনও সাঈকা সাহাদাতের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে কালের কণ্ঠ অনলাইনে সংবাদ প্রকাশের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে পেকুয়া থেকে প্রত্যাহার করে নতুন ইউএনও নিয়োগ দিল।

এদিকে সরকারের এই ত্বরিৎ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পেকুয়ার সর্বস্তরের মানুষ। তাদের আশা, প্রত্যাহার হওয়া ইউএনওর বিরুদ্ধে উঠা অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত সংস্থা বা দুদকের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতকে প্রত্যাহার এবং নতুন ইউএনও হিসেবে নাজমা সিদ্দিকা বেগমকে নিয়োগ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা কক্ষ, ১ মে ২০২০

Share