নৌ ধর্মঘট প্রত্যাহার হলেও এবার ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশন। রোববার (১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন তারা। (খবর বিডি লাইভ)
সরকারের কাছে তাদের ১৫ দফা দাবি নিয়ে শনিবার (৩০ নভেম্বর) এই ধর্মঘট ডেকেছেন তারা। তবে সারাদেশে নয়, ধর্মঘট পালিত হবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে। ধর্মঘটে এই তিন বিভাগের সমস্ত পেট্রলপাম্প বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির একাংশের মহাসচিব এবং পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান শনিবার সন্ধ্যায় বলেন, ১৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু দাবি মেনে না নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের একটি বৈঠক থেকে ১৫ ডিসেম্বর আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
পেট্রলপাম্প মালিক-শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সরকারের হাস্যকর এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। এ কারণে পূর্বঘোষণা অনুযায়ী দাবি না মেনে নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বার্তা কক্ষ,১ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur