নতুন পরিচয়ে আসছেন অভিনেত্রী মিথিলা। অভিনয় ও গানের পর এবার রেডিওতে আরজে হিসেবে অভিষেক হচ্ছে তার। বেশ কয়েক মাস আগে এটির ঘোষণা দিয়েছেন তিনি।
এবার জানালেন আসছে ৪ই এপ্রিল থেকে প্রতি বুধবার রেডিও স্বাধীনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘বেড়ে ওঠার গল্প’ শিরোনামের একটি অনুষ্ঠানটি নিয়ে থাকবেন তিনি। ব্র্যাক ও রেডিও স্বাধীনের যৌথ প্রযোজনায় শুরু হচ্ছে এ অনুষ্ঠান। এতে মিথিলা কথা বলবেন শিশুর প্রারম্ভিক বিকাশ নিয়ে।
অনুষ্ঠানে এ বিষয়ের বিশেষজ্ঞরাও যোগ দেবেন। মিথিলা বলেন, আমাদের শিশুর মানসিক বিকাশের বিষয়ে কেউ তেমন ভাবে না। শিশুর বিকাশ ও বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে।
কিন্তু আমরা মা-বাবারা ভাবি শিশু শারীরিকভাবে বেড়ে উঠলেই সব স্বাভাবিকভাবে এগোয়।বিকাশের দিকে আমরা নজর দিই কয়জনে? এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতেই
আমরা কথা বলবো এই অনুষ্ঠানে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ১৫ পি .এম ২৭মার্চ,২০১৮মঙ্গলবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur