বিনোদন

এবার টিভির পর্দায় নতুন সিজনে ‘সিসিমপুর’

বছরের শুরুতেই নতুন সিজনে পা রাখছে শিশুতোষ জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’। শুক্রবার সকাল থেকে ১৩তম সিজনের আনকোরা পর্বগুলো দেখা যাবে তিন টিভি চ্যানেলে।

এবারের পর্বগুলোতে খেলার মাধ্যমে শিশুদের শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন নির্মাতারা।

শিশু ও তার পরিবারকে কভিড-১৯ মহামারি মোকাবিলা করার বিষয়ও স্থান পাচ্ছে গুরুত্ব সহকারে।

এ ছাড়া সিসিমপুরের জনপ্রিয় চরিত্র গ্রোভার ও রায়া খেলতে খেলতে শিক্ষণীয় নানা বিষয় নিয়ে হাজির হবে। আরেক জনপ্রিয় চরিত্র ইকরি তার বন্ধুদের বাংলা বর্ণমালা লিখতে শেখাবে। মজার অ্যানিমেশন, স্যান্ডআর্ট ও গ্রাফিকসের মাধ্যমে শিশুরা শিখবে বাংলা বর্ণ ও শব্দ।

শিকুর ‘বলতে পারো’ সেগমেন্টকে ঢেলে সাজানো হয়েছে। আর নিয়মিত পর্ব স্বাস্থ্যকর অভ্যাস, পরিবেশের যত্ন, সামাজিক ও আবেগীয় দক্ষতা বিষয়ক দারুণ মজার সব গল্প তো থাকছেই। থাকছে ৩ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য অনেক নতুন বিষয়।

শুক্রবার থেকে দুরন্ত টিভিতে সকাল ৮টায়, মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টায় এবং বিটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে ১৩তম সিজনের ‘সিসিমপুর’।

বার্তাকক্ষ, ১৯ জানুয়ারি,২০২১;

Share