চোখের পানি ধরে রাখতে পারলেন না সৌদি আরবের বাদশাহ সালমান। দেশটির রাজধানী রিয়াদের একটি হাইস্কুল থেকে পড়াশুনা শেষ করেছেন সৌদি যুবরাজ রাকান। পুত্রের হাইস্কুল পাঠ শেষের এক অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় সৌদি বাদশাহ বলেন, ‘আমি শুধুমাত্র রাকানের পিতা হিসেবে এই গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেইনি, সব শিক্ষার্থীর পিতা হিসেবে অংশ নিয়েছি’।
সৌদি আরবের এই বাদশাহ তার সব পুত্রের পড়াশুনা শেষের অনুষ্ঠানে সব সময়ই অংশ নিয়ে থাকেন। পরিবারের সদস্যদের শিক্ষার ওপর গুরুত্ব দিতেই তিনি এটি করেন।
সমাপনী অনুষ্ঠানে সৌদি রাজ পরিবারের শেষ ছেলে তার বাবাকে (বাদশাহ) একটি তলোয়ার উপহার দেন। এই তলোয়ার হাতে নিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি বাদশাহ। এ সময় চোখের পানি মুছতে দেখা যায় তাকে। (জাগো নিউজ)
: আপডেট ৪:৪০ পিএম, ০৪ মে ২০১৬, বুধবার
ডিএইচ