ঈদুল ফিতরে ‘ইত্যাদি’র পাশাপাশি একটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবারও এর ব্যতিক্রম হয়নি। বৈচিত্র্যপূর্ণ নাম ও গল্প নিয়ে হানিফ সংকেত তৈরি করেছেন ‘ধন্যবাদের অন্যবাদ’ নাটকটি। এটিএন বাংলায় প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।
প্রত্যন্ত অঞ্চলের ছেলে জামাল ঢাকায় আসে কাজের উদ্দেশে। কিন্তু টাকা ছাড়া কোথাও সুযোগ হয় না তার। গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালোবাসে জামালকে। জামালের ভীষণ ইচ্ছে সে নায়ক হবে। তার এই নায়ক হতে গিয়েই ঘটে নানা ঘটনা। এ নিয়েই ‘ধন্যবাদের অন্যবাদ’।
‘ধন্যবাদের অন্যবাদ’ নাটকটিতে জামাল চরিত্রে মীর সাব্বির ও পারুল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আরও আছেন শাহরিয়ার নাজিম জয়, সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলাম প্রমুখ। নাটকে থাকছে একটি সূচনা সংগীত। এর কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur