Home / চাঁদপুর / চাঁদপুরে দর্শক মাতিয়ে গেলেন এফ এ সুমন ও লতা
এফ এ সুমন

চাঁদপুরে দর্শক মাতিয়ে গেলেন এফ এ সুমন ও লতা

নাজ মিউজিক সেন্টারের সৌজন্যে ইলিশ উৎসবের সমাপনী দিনে গানে গানে দর্শক মাতিয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন ও কণ্ঠশিল্পী লতা। ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত তিন দিনব্যাপী ইলিশ উৎসবের উৎসবের সমাপনী দিনের মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজ মিউজিক সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ এ বি এম মাজহারুল আনাম ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. নাজমা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এফ এ সুমন ও লতা ভিতর কান্দে সখি আমার তোমার লাগি, যাদুরে যাদুরে একেমন ভালোবাসা, প্রিয়ারে প্রিয়ারে, আমার ঘুম পাড়ানির বন্ধু তুমি, অনেক সাধনার পরে আমি, আখ ক্ষেতে ছাগল বন্ধী, সহ বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে উৎসবে আগত দর্শক মাতিয়ে তোলেন। এছাড়াও এরপূর্বে উৎসবের সমাপনী দিনে বৈকালিক অনুষ্ঠানে বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশন করেন চাঁদপুরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বাদ্য যন্ত্রে ছিলেন, কীবোর্ড রকি, গীটার দীপু, বেইজ গীটার নিপু, প্যাড ড্রাম, তাফসির।

আরও পড়ুন- চলেই গেলেন অভিমানী শাহ মাকসুদ ভাই!