Home / জাতীয় / এপ্রিলে মেট্রোরেল নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Obaydul Kader
ফাইল ছবি

এপ্রিলে মেট্রোরেল নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৫ মার্চ) দুপুরে হাইকোর্টের সামনের সড়কে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে মার্চের শেষ সপ্তাহে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে নতুন সময়ের কথা জানালেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মেট্রোরেলের রুট থেকে কমপক্ষে ৩০ ফুট দূরে থাকবে। এছাড়া জাতীয় গ্রন্থাগার, জাদুঘর, মসজিদও নিরাপদ থাকবে। মেট্রোরেলে শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করায় এসব স্থাপনা ও প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না।

সড়ক পরিবহন আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘনায় দায়ী মালিক এবং চালককের শাস্তির বিধান রেখে সড়ক আইনটি পাশ করা হবে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে হাইকোর্টের সামনে মন্ত্রী ভ্রাম্যমাণ আদালত কাযক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:২৫ অপরাহ্ন, ০৫ মার্চ ২০১৬, শনিবার

এমআরআর