মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন এনটিভির মালিকানা পরিবর্তন হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। অরিয়ন গ্রুপ চ্যানেলটির মালিকানা কিনে নিচ্ছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অরিয়ন গ্রুপের শেয়ার আছে চ্যানেলটিতে।
ফালু গত একবছর ধরে দুবাইতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মামলা এড়ানোর জন্যই তিনি দেশের বাইরে রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে, দেশের বাইরে থাকার কারণে এনটিভির কার্যক্রম পরিচালনা এবং কর্মচারীদের বেতনাদি জটিলতার মধ্যে পরেছে।
এখানে অরিয়ন গ্রুপ ছাড়াও স্কয়ার গ্রুপের শেয়ার রয়েছে। তবে অরিয়ন গ্রুপ ইতিমধ্যেই বেশকিছু শেয়ার কিনে ফেলেছেন এবং শিগগিরই তারা বাকি মালিকানা কিনে নিবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৩ সালের ৩ জুলাই মোহাম্মদ মোসাদ্দেক আলী প্রতিষ্ঠা করেন এনটিভি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur