শীর্ষ সংবাদ

করোনায় চাঁদপুরে মধ্যবিত্ত ও দরিদ্রদের আরেক আতঙ্ক এনজিওর কিস্তি

চাঁদপুরে অসহায় দরিদ্র মানুগুলোর কাছে করোনার পাশাপাশি আরেক আতঙ্কের নাম এখন এনজিওর কিস্তি । সরকার লকডাউন খুলে দিয়েছি এমন খবরের পরপরই কর্মহীন ঘরবন্ধি প্রায় এই মানুষগুলোর মাথার উপর চাপিয়ে দেয়া হচ্ছে ক্ষুদ্র ঋণের কিস্তি ।

করোনা পরিস্থিতির শুরুতে মানবিকতা দেখালেও জুনের শুরুতে সরকারি ছুটি উঠিয়ে নেবার সাথে সাথেই এনজিও কর্তৃপক্ষ তাদের মাঠকর্মীদের ঋণের টাকা আদায়ে মাঠ নামিয়ে দিয়েছে। এতে করে মাঠকর্মীরাও চাকরি বাঁচাতে কিস্তির টাকার জন্যে গ্রহকদের চাপ প্রয়োগ করছে।

এ নিয়ে চাঁদপুর টাইমসের হটলাইনে ও ফেসবুকে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন।

এছাড়া এনজিওর কিস্তি নিয়ে চাপ প্রয়োগের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শহরের বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যাবসায়ী।

২ জুন চাঁদপুর শহর এলাকার প্রায় ১০/১২ জন ক্ষুদ্র ব্যাবসায়ীর পক্ষে অবু সুফিয়ান নয়ন নামের এক ব্যক্তি চাঁদপুর মডেল থানায় অভিযোগ করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয় যে, শক্তি ফাউন্ডেশন, আশা সমিতি, গ্রামীন ব্যাংক, টিএমএসএস ও আপ সমিতির সদস্য হিসেবে তারা দীর্ঘ বছর ধরে টাকা লেনদেন করে আসছে। পাশাপাশি সমিতির সদস্য হিসেবে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান চালাতে গিয়ে কিস্তিতে ঋণ উত্তোলন করা হয়েছে। যা নিয়মিতভাবে তারা পরিশোধ করে আসছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের দোকানপাট বন্ধ থাকায় অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন আর আমরা কিস্তির টাকা পরিশোধ করতে পারছি না। তাছাড়া এই পরিস্থিতিতে সরকারও এনজিওগুলোকে কিস্তি না নিতে নির্দেশ দিয়েছে। অথচ উল্লেখিত এনজিও
প্রতিষ্ঠানগুলো তাদের মাঠকর্মীদের মাধ্যমে কিস্তির জন্যে চাপ দিচ্ছে।

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, গুনরাজদিসহ বেশ কিছু এলাকার ঋণ গ্রহিতা কাউছার, তৌহিদ, ইয়াসিন, দাদন, রাব্বি, নিয়াজ ও হাকি প্রমুখরা জানায়, প্রতিদিনই এসব এনজিও মাঠকর্মীরা তাদের কাছে কিস্তির টাকার জন্যে চাপ দিচ্ছে। তারা জানে যে এই দুর্যোগে কিস্তির টাকা না নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। অথচ এনজিওগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষিত করছে। তারা এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে শক্তি ফাউন্ডেশনের চাঁদপুর শাখার ম্যানাজার শহিদুল ইসলাম বলেন, এমন অভিযোগ সত্যি নয়। গ্রাহকদের খোঁজ খবর নেয়া এবং তাদের স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করতে মাঠকর্মীরা কাজ করছে। ৫০ টাকার মাস্ক ৫টাকা মূল্যে বিক্রি করছি। তবে কিস্তির টাকা দেয়ার জন্যে গ্রাহকদের কোনো চাপাচাপি করছি না। যারা স্বেচ্ছায় দিতে চায় তাদের কাছ থেকে নেয়া হচ্ছে।

আশা সমিতির ম্যানাজার বিল্লাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাকে স্পস্ট উল্লেখ আছে যে, জোর করে কোনো গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা আদায় করা যাবে না। গ্রাহক নিজের ইচ্ছায় দিতে চাইলে তা গ্রহণ করতে পারবো। বর্তমানে ২০% গ্রাকের কাছ থেকেও কিস্তির টাকা পাওয়া যচ্ছে না।

প্রসঙ্গত, চাঁদপুরে করোনা ভাইরাস আতঙ্কের সাথে পাল্লা দিয়ে বেড়র চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাতদিন মাঠে কাজ করছেন জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা। খুব একটা প্রয়োজন ছাড়া সারাদিন ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। কর্মজীবী মানুষ বাইরে বের হলেও তাদের চোখমুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে।

এ পরিস্থিতিতে অনেকেই যখন বাড়িতে থাকার কথা চিন্তা করছে, ঠিক তখনই ক্ষুদ্র ঋণের কিস্তির চিন্তা চাপিয়ে দেয়া হচ্ছে দরিদ্র মানুষের মাথায়। এসব দরিদ্র মানুষের কাছে করোনার পাশাপাশি আরেক আতঙ্কের নাম কিস্তি।

একাধিক ঋণগ্রহীতারা জানান, করোনা আতংকিত হয়ে কাজ না থাকায় অর্ধাহারে-অনাহারে দিন কাটছে এসব মানুষের। এরপরও এনজিওগুলো আমাদের কোনও সাহায্য সহযোগিতা না করে উল্টো কিস্তির জন্য চাপ দিচ্ছে। এসব মানুষের মধ্যে আছে দিন মুজুর, রিকশাচালক, অটো চালক, ক্ষুদ্র ব্যাবসায়ী।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ৩ জুন ২০২০

Share