চাঁদপুরের শাহরাস্তির পৌর শহরের মেহার কালীবাড়ীতে এন আর বিসি ব্যাংকের ৩৫০ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ আগস্ট সোমবার সকাল ১১ টায় মেহার কালীবাড়ী লোকমান ম্যানশনের ২য় তলায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে শাখার উদ্বোধন করা হয়।
এন আর বিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: ফারুক হোসেনের সভাপতিত্বে ও শাহরাস্তি শাখা ব্যবস্থাপক এম এন ফয়সালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী ও আলতাফ অটো ফ্লাওয়ার মিলস এর সত্বাধিকারী মো: আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনআরবিসি শাহরাস্তি শাখার ব্যবস্থাপক এম এন ফয়সাল।
সভাশেষে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা গ্রাহক সেবার মান ঠিক রেখে প্রতিযোগিতার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা পরিচালনার উপর গুরুত্বআরোপ করেন।
প্রতিবেদক:মো.জামাল হোসেন, ১১ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur