১৯৯৩ সাল থেকে ট্রফির মুখ দেখে না আর্জেন্টিনা। আসন্ন ২০১৯ সালের কোপা আমেরিকার আনুষ্ঠানিক ড্রতে তারা পড়েছে গ্রুপ অব ডেথে। ব্রাজিলে হওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকরা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ।
১২ দলের টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে ২৪ তারিখ। লাতিন আমেরিকার ১০টি এবং অতিথি দেশ হিসেবে এশিয়া থেকে জাপান ও কাতার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
গ্রুপ ‘এ’-তে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছে তিন লাতিন আমেরিকা মাঝারি মানের দল ভেনেজুয়েলা, পেরু ও বলিভিয়া। অন্যদিকে গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘বি’-তে আর্জেন্টিনার সঙ্গে খেলবে শক্তিশালী কলম্বিয়া ও প্যারাগুয়ে। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারও পড়েছে এই গ্রুপে।
গ্রুপ ‘সি’-তে লুইস সুয়ারেজের উরুগুয়ে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে। তাছাড়া এই গ্রুপে রয়েছে এশিয়ান পরাশক্তি জাপান ও লাতিন দল ইকুয়েডর।
১৯৯৯ সালের কোপা আমেরিকায় প্রথম খেলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জাপান। ১৪ জুন থেকে ৭ জুলাই অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের শ্রেষ্ঠত্বের এই লড়াই।
খেলাধুলা ডেস্ক
২৬ জানুয়ারি,২০১৯