করোনা মহামারিতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৯টি এতিমখানা পেল এক টন চাল।
১৩ জুলাই মঙ্গলবার হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নয়টি এতিমখানার প্রধানের কাছে জি আর বরাদ্দের চালের বস্তা তুলে দেওয়া হয়।
সদর ইউনিয়নের অন্তভূক্ত এ ৯টি এতিমখানাগুলো হচ্ছে, বাড্ডা সেকান্দার আল আমিন এতিমখানা, সুহিলপুর জমিলা খাতুন এতিম খানা, মৈশাইদ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড্ডা একতা এতিমখানা, অলিপুর ছিদ্দিকিয়া এতিমখানা, সুহিলপুর বড় বাড়ী ইব্রাহীম মিয়া এতিমখানা, সুহিলপুর দারুল ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, মাতৈইন মারকাজুল কোরান মাদ্রাসা ও এতিমখানা এবং সুহিলপুর জমিলা এতিমখানা।
উক্ত চাল বিতরণ করেন, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান রোটা. আলহাজ্ব মো. সফিকুল ইসলাম মীর ও ইউপি সচিব মো. সোলায়মান মিয়া।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ১৩ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur