মতলব দক্ষিণ

এডভোকেট কামরুল ইসলামের পিতার ইন্তেকাল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এডভোকেট কামরুল ইসলামের পিতা- মোঃ গিয়াস উদ্দিন সফদার (৮৮) ইন্তেকাল করেছে (ইন্না…রাজিউন)।

শনিবার ২২ এপ্রিল সকাল ৫ টায় মতলব পৌরসভার পূর্ব কলাদীর বাসায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যৃকালে ৩ ছেলে ৩ মেয়েসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। দু’দফা নামাজে জানাজা শেষে তাকে মতলব উত্তরের ইসলামাবাদ তার নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রথম নামাজের জানাজা গতকাল শনিবার বাদযোহর মতলবগঞ্জ জে.বি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকারের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বি.এন.পির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, মতলব উত্তর উপজেলা আওমীলীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন চাঁদপুর বার এসোাসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইয়া, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম খান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর ও মরহুমের বড় ছেলে এডভোকেট কামরুল ইসলাম।

নামাজে জানাজায় ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবির আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক এডভোকেট সলিম উল্লা সেলিমসহ সামাজিক,রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর লোকজন।

এ দিকে বাদআছর মতলব উত্তরের ইসলামাবাদ তার নিজ গ্রামের বাড়ীতে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এডভোকেট কামরুল ইসলামের পিতা- মোঃ গিয়াস উদ্দিন সফদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন। চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

এছাড়া মতলব পৌসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য এনামুল হক বাদল। মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি মোঃ এমদাদ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক এমরান হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া। মতলব প্রেস ক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আল-আমিন ক্রীড় চক্রের সাধারণ সম্পাদক এসএম সেলিম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবাসী কামরুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বাদল শোক প্রকাশ করেছেন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ৮: ১৩ পিএম, ২২ এপ্রিল ২০১৭, শনিবার
ডিএইচ

Share