চাঁদপুরের হাজীগঞ্জে ব্র্যাক ব্যাংকের বুথে আটকা নৈশপ্রহরীকে ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (০২ নভেম্বর) বেলা প্রায় ১১টায় চাঁদপুরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাংকের বুথের তালা ভেঙে তাকে উদ্ধার করে।
উদ্ধার করা ওই নৈশপ্রহরীর নাম মো. শাহজাহান। তিনি ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখায় কর্মরত।
বুথে আটক শাহজাহান বলেন, ‘রাত ১২টার দিকে তিনি ব্যাংকের বুথে ঢুকে এ সময় বুথের দরজা অটোলক হয়ে যায়। তিনি বুথ থেকে আর বের হতে পারছিল না। রাতে অন্যান্য নৈশপ্রহরীকে ফোন করলেও কেউ ফোন ধরেনি। সকালেও কেউ উদ্ধার করতে আসেনি।’
তিনি আরো বলেন, ‘ব্যাংক বন্ধ থাকায় ব্যাংকের ম্যানেজারকে কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সকালে ডিউটি করার জন্য দারোয়ান আসলে সেও কয়েকবার চেষ্টা করে তালা খুলতে পারেনি।’
এ ব্যাপারে ব্র্যাংক হাজীগঞ্জ শাখার ম্যানেজারের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও, কেউ ফোন রিসিভ না করায় ব্যাংকের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের লিডার মো. সিদ্দিকুর রহমান (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ব্র্যাক ব্যাংকের বুথে সামনে এসেছি। এর পরে তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে।’
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘আমি খবর পেয়ে এসআই সুমন মিয়াকে ঘটনাস্থলে পাঠায়। পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বুথের তালা ভেঙে আটক ব্যক্তিকে উদ্ধার করেছে।’ (যুগান্তর)
বার্তা কক্ষ
০২ নভেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur