‘এটা আমার কাছে ঈদের আনন্দ। এ দিনটির অপেক্ষায় ছিলাম। এটা আমার জন্য অনেক বড় খবর।’
আইসিসির খবরটি কানে আসার পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন দেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ।
এর আগে শুক্রবার(২৩ সেপ্টেম্বর) বিকেলে আইসিসি জানায়, তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে কোনো সমস্যা নেই। তাঁরা আন্তর্জাতিক ম্যাচে বল করতে পারবেন।
মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন তাসকিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘নিজের ওপর যে চাপ ছিল তা কেটে গেছে। সামনের ম্যাচগুলোতে আশা করি ভালো করতে পারব।’
গত বছর ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি খেলায় তাসকিন ও আরাফাতের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে তাসকিন ও আরাফাত বোলিং পরীক্ষা দেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ওই পরীক্ষার ফলাফল ঘোষণা করে আইসিসি।
চলতি বছর তাসকিন ব্যস্ত ছিলেন পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে। প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেছেন আবাহনীর হয়ে। শিগগিরই শুরু হওয়া আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজেও তাসকিন নির্বাচকদের পছন্দের তালিকায় একজন।
নিউজ ডেস্ক ।। আপডটে,বাংলাদশে সময় ০৯:৩৫ পিএম,২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
এইউ