ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজারে চুরি হওয়া ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের টাকা ২দিনের মধ্যেই উদ্ধার করেছে থানা পুলিশ।
১২ জুন শনিবারে রাত দেড়টার দিকে উপজেলার ফকির বাজার এলাকায় হাজীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম এর নেতৃত্বে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সঙ্গিয় ফোর্সসহ, অভিযান পরিচালনা করে শাখার ১শত গজ পিছনে পূর্ব দিকে উঁচু জমিতে গর্তের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, এস আই জামাল, স্থানীয় দফাদার শাহজাহান, ঔষধ ব্যবসায়ী ইউসুফ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উদ্ধার অভিযান ও তল্লাশীকালে দফাদার শাহজাহান নিজ হাতে টাকা গুলি পরিত্যক্ত অবস্থায় একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করেন। তিনি আরো বলেন, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা হবে।
গত ৯ জুন বুধবার রাতে যে কোন সময় ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙ্গে চোর চক্র ভিতরে ডুকে নগদ ৬ লক্ষ টাকা, এছাড়া ব্যাংকে গ্রাহকের বিদ্যুৎ বিলের অর্থসহ সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিবিআর মেশিনটিও চোর চক্র খুলে নিয়ে যায়।
প্রতিবেদক : শিমুল হাছান, ১২ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur