Home / উপজেলা সংবাদ / এখান থেকে লিডারশিপ তৈরি করতে হবে: ইঞ্জি. মমিনুল হক
লিডারশিপ

এখান থেকে লিডারশিপ তৈরি করতে হবে: ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার মেহের ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি মাঈনুদ্দীন আহমেদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা প্রতিযোগিতামূলক শিক্ষা চাই। আমাদের স্বাধীনতার বাহক মেহের ডিগ্রি কলেজ, এই কলেজ সরকারি হওয়া উচিত ছিলো। পৃথিবীর পরিবর্তন চাই না, আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা সময় দিবো, আপনারা শিক্ষকরা এগিয়ে আসতে হবে। আমাদের ধৈর্যের সাথে এই সময়টা পার করতে হবে। আমরা সুস্থ ধারার প্রতিযোগিতা করতে চাই। মাদক আক্রান্ত বাংলাদেশ আমরা চাই না। এখান থেকে লিডারশিপ তৈরি করতে হবে। এখন শিক্ষা ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা রয়েছে, আমাদের সময় তা ছিলো না।

শাহরাস্তিতে ৮ জন সচিব রয়েছে। দেশের অন্যান্য উপজেলায় এতো সংখ্যক সচিব নেই। খবর নিয়ে দেখলে জানা যাবে, অধিকাংশ শিক্ষিত ব্যক্তি এলাকার প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে দেশের জন্যে অবদান রাখছেন।

মেহের ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য আলী আজগর মিয়াজির সঞ্চালনায় কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদের কোরআন তেলোয়াতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটওয়ারী, কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক এ এস এম মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

মেহের ডিগ্রি কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজর উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মোজাম্মেল হক পাটওয়ারী, মেহের ডিগ্রি কলেজের কৃতী শিক্ষার্থীদের সামিয়া আলম, সূচীপাড়া ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষে নুসরাত জাহান।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও কৃতি শিক্ষার্থীদেরকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

শাহরাস্তি উপজেলার ৬টি কলেজ ও ৭টি মাদ্রাসার ৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়। সন্ধ্যায় এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৯ নভেম্বর ২০২৪