বর্তমান সরকার মানুষের সব ধরনের অধিকার কেড়ে নিচ্ছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এখন আর মানুষকে কষ্ট করে ভোটকেন্দ্রে যেতে হয় না। সরকারের লোকজনই ব্যালট বাক্স ভরে রাখে।’
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’ এবারের নির্বাচনে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তবে সরকার সাংবাদিকদের ভোটকেন্দ্রে যেতে দেবে কি-না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিকদের হামলা-মামলা দিয়ে নির্যাতন শুরু করে। এ সময়ে ২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি। তিনি বন্ধ মিডিয়া খুলে দেওয়াসহ কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তির দাবি জানান।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৬:২৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫, রোববার
ডিএইচ