নারী

‘এখনো মেয়েদেরকে কোমর ধরে বাসে ওঠাতে হয়’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘মেয়রা এখনো বাসে ঠিকমতো চলাফেরা করতে পারে না। তাদেরকে কোমর ধরে বাসে তোলা হয়। তবে ঢাকার রাস্তায় নতুন বাস নামানো সম্ভব হলে এসব সমস্যা অনেকটাই কেটে যাবে।’

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‍‍‘শক্তিশালী, কার্যকর সিটি করপোরেশন ও নিরাপদ, নারী বান্ধব ঢাকা মহনগর’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ আন্দোলনের উপ-পরিষদের কেন্দ্রীয় কমিটি এ মতবিনিময় সভা আয়োজন করে।

মেয়র আনিসুল হক বলেন, ‘আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে নারীরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন। কেউ তাদের ইভটিজিং করার সাহস দেখাবে না। এছাড়া প্রতিটি সেক্টরে কাজ শুরু হয়েছে, আগামী ৪ বছরে ঢাকা শহর বদলে যাবে।’

আনিসুল হক বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় ৬০০ সিসিটভি ক্যামেরা লাগানো হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে আরও ৪০০ ক্যামেরা বসানো হচ্ছে। প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করতে পারেন। ক্যামেরার পাশাপাশি এলএডি লাইট লাগানো হচ্ছে। কাঠবিড়ালী পার্ক, প্রজাপতি পার্ক ও খেলার মাঠের ব্যবস্থা হচ্ছে। তাছাড়া আগামী ৬/৯ মাসের মধ্যে নারীরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন। কেউ তাদের ইভটিজিং করার সাহস দেখাবে না।’

গণপরিবহনের বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ খাত পরিচালনা করে একটি সিন্ডিকেট। একটি বাস পরিচালনায় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ যদি ২০০ টাকা অফিসিয়াললি খরচ হয় তবে সিন্ডিকেটের জন্য লাগে ৭০০ টাকা। ফ্রানঞ্চাইজ পদ্ধতিতে নতুন করে ৩ হাজার বাস নামানোর চেষ্টা করা হচ্ছে।’

মেয়র বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমি এবং আমার পরিষদ অত্যন্ত ঘনবসতির এই সিটি করপোরেশনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৮৫ হাজার মানুষ বাস করে। এদের সব নাগরিকসেবা নিশ্চিত করা সহজ নয়। এসব সমস্যা কাটাতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় দরকার।’

মেয়র বলেন, ‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমি এবং আমার পরিষদ অত্যন্ত ঘনবসতির এই সিটি করপোরেশনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানে প্রতি বর্গকিলোমিটারে ৮৫ হাজার মানুষ বাস করে। এদের সব নাগরিকসেবা নিশ্চিত করা সহজ নয়। এসব সমস্যা কাটাতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় দরকার।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালেদী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বেগম, উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার কাউন্সিলর রাশেদা আখতার ঝর্ণা, মাসুদা আক্তার, হাবিবুর রহমান মিজান প্রমুখ। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।(বাংলামেইল)

নিউজ ডেস্ক : আপডেট ৩:১০ পিএম, ১৬ মে ২০১৬, সোমবার

এইউ

Share