পৌরসভা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি বিএনপি। রাতে পৌর নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বিএনপি’র স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের নিয়ে যৌথ সভা করেছেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রাত ৯ টায় বৈঠক শুরু হয়ে রাত সোয়া ১১ টায় শেষ হয়। সভাপতি বেগম খালেদা জিয়া পৌর নির্বচানে যাওয়া না যাওয়া নিয়ে দলের নেতাদের মতামত শোনেন। এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকান্ড এবং জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হয় বৈঠকে।
পরে মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত দলের আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন রাত সাড়ে ১১ টায় সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনে অংশ নেয়া না নেওয়া সম্পর্কে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। পার্টির নেত্ববৃন্দের পক্ষে বিপক্ষে যাংয়া না যাওয়া নিয়ে নানা যুক্তি তারা তুলে ধরেছেন। পার্টির চেয়ারপার্সন মনোযোগ সহকারে সকল বক্তব্য শুনেছেন। তিনি কোনো সিদ্ধান্ত দেননি। আগামীকালও তিনি এ সিদ্ধান্তগুলো পর্যালোচনা মূলায়ন করবেন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৪:২৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur