চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এক শ্রেণীর যুবসমাজ আছে, যারা মাদককে ফ্যাশন হিসেবে ধরে নিয়েছে। তারা প্রথমে ফ্যাশন হিসেবে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে। কিন্তু একটা সময় আর এই ব্যাধি থেকে আর মুক্ত হতে পারে না।
বুধবার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত মাদক পাচার প্রতিরোধ দিবসের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘মাদক এমন একটি ব্যাধি যা সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।’
সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল হক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]: আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ৮ জুন ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur