Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / এক শ্রেণির মানুষ রাজনীতির নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে: এমএ হান্নান
শ্রেণির

এক শ্রেণির মানুষ রাজনীতির নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে: এমএ হান্নান

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের উপহার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রোববার সকালে মাদ্রাসা মাঠে উক্ত মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের উপহার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ আলহাজ্ব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব এম এ হান্নান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এক শ্রেণির মানুষ রাজনীতির নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তারা মনে করেন রাজনীতি মানে সন্ত্রাস, চাঁদাবাজী, দখল ও মানুষের অধিকার নষ্ট করা। মনে রাখবেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে এবং নিজের উদ্দেশ্য সাধন করার নাম কিন্তু রাজনীতি নয়। রাজনীতি একটি ব্রত। রাজনীতিকে ব্যবহার করে যারা নিজের আখের গুছিয়েছেন ইতিহাস তাদেরকে আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত করেছে। আর রাজনীতিকে যারা মানব সেবার ব্রত হিসেবে ব্যবহার করেছেন, তারা আজ ইতিহাসে সমুজ্জ্বল। তাই প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীকে মানুষের সেবায় নিবেদিত হতে হবে।

সমাজসেবক মো. ইয়াছিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আবু জাফর মো. খসরু মোল্লা, ডা.মো. আবুল কালাম আজাদ, মো. নজরুল ইসলাম নজু পাটওয়ারী, মো. মাসুদ আলম বেপারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজী, সাধারণ সম্পাদক মো.মোক্তার আহাম্মেদ খন্দকার, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল সবুজ, ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো.নেয়ামত উল্ল্যাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জুসহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানূরাগী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১২ জানুয়ারি ২০২৪