ইলিশের বংশ বিস্তারে সুযোগ দেয়ার জন্য সরকার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সকল ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। সেই আলোকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় জেলা টাস্কফোর্সের ১০টিম কাজ করছে।
১৭ অক্টোবর, শনিবার দুপুরে পদ্মা ও মেঘনা নদীতে বিশেষ অভিযানে নামে চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম।
অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৭টি ইলিশ ধরার নৌকা জব্দ করা হয়। একই সময় এসব জাল থেকে ১৫ কেজি ইলিশও জব্দ করা হয়।
জব্দকৃত কারেন্টজালগুলো সন্ধ্যায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনার পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আজকে আমরা মতলবের মেঘনা নদী থেকে আনন্দ বাজার, রাজরাজেশ্বর, চেয়ারম্যান বাজার, ঈদগা ফেরিঘাট, হরিণাঘাট ও হরিসভা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোন জেলেকে না পাওয়াগেলেও তাদের রেখে যাওয়া ইলিশ শিকারের জন্য ফাঁদ ১ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৭ অক্টোবর ২০২০