খেলাধুলা

এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রেসিডেন্টস কাপ শুরু

বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রবিবার দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে প্রেসিডেন্টস কাপের দুই দল মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ।

অবশ্য এর আগে ১টা ২০ মিনিটে করোনাকালে মারা যাওয়া ক্রিকেট ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবেন ক্রিকেটাররা।

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে বাংলাদেশ ক্রিকেট বেশ কয়েকজন ব্যক্তিত্বকে হারিয়েছে। সেপ্টেম্বরে করোনা যুদ্ধে হেরে গেছেন বিসিবির নিরাপত্তা প্রধান মেজর অবসরপ্রাপ্ত হোসেন ইমাম। এরপর সাবেক ক্রিকেটার একেএম নওশেরউজ্জামান পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। রবিবার মাঠে তাদের স্মরণ করবেন মাহমুদউল্লাহরা। এদিকে, টুর্নামেন্টটি উদ্বোধন করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

উল্লেখ্য, ১২ দিনের ওয়ানডে এই টুর্নামেন্টে থাকছে তিনটি দল। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকায় দর্শকরা ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন। ম্যাচটিবিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ  সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে শোনা যাবে ধারাবিবরণী।
মাহমুদউল্লাহ একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

নাজমুল একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন, আবু জায়েদ, মুকিদুল ইসলাম, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম, তানভীর ইসলাম।

তামিম একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন, মিঠুন, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি। স্ট্যান্ডবাই : শফিউল ইসলাম, মাহিদুল অঙ্কন, মেহেদী হাসান রানা।

টুর্নামেন্টের সূচি:

১১ অক্টোবর মাহমুদউল্লাহ-নাজমুল

১৩ অক্টোবর মাহমুদউল্লাহ-তামিম

১৫ অক্টোবর নাজমুল-তামিম

১৭ অক্টোবর মাহমুদউল্লাহ-নাজমুল

১৯ অক্টোবর মাহমুদউল্লাহ-তামিম

২১ অক্টোবর নাজমুল-তামিম

২৩ অক্টোবর ফাইনাল

* ম্যাচ শুরু দুপুর ১.৩০ মিনিট


বার্তাকক্ষ,১১ অক্টোবর,২০২০;

Share