পাবনার চাটমোহর উপজেলায় ‘সাত পা’-বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের আনিছুর রহমানের বাড়িতে অদ্ভুত বাছুরটি জন্ম নিয়েছে।
এদিকে ‘সাত পা’-বিশিষ্ট বাছুরের জন্মের খবর শুনে এলাকার শত শত উৎসুক মানুষ বাছুরটি দেখতে ভিড় জমাচ্ছেন আনিছুর রহমানের বাড়িতে।
এ বিষয়ে আনিছুর রহমান বলেন, ‘আমি পেশায় একজন গরুর ব্যবসায়ী। আজ থেকে প্রায় ২০ দিন আগে হাট থেকে দুটি গাভী কিনে আনি। এর মধ্যে একটি গাভী গর্ভবতী ছিল। কদিন আগে অন্য গাভীটি বিক্রি করে দিয়েছি। আর এই গাভীটির বাচ্চা প্রসব করার সময় ঘনিয়ে আসায় তাকে বাড়িতেই রেখে দিয়েছিলাম। রোববার গাভীটি ‘সাত পা’-বিশিষ্ট এক অদ্ভুত এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে।’
বাছুরটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে এবং বাড়িতে হেঁটে বেড়াতে দেখা গেছে। বাছুরটির পিঠের ওপরে ও পেট থেকে আলাদাভাবে অতিরিক্ত তিনটি পা বের হয়েছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন, ‘অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের (জন্মগত ত্রুটি) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। তবে বিশেষ ক্ষেত্রে এ রকম হতে পারে।’
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৮:১৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
এএস