Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন: এম এ হান্নান
পতাকা

এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন: এম এ হান্নান

“দলকে দ্বিধা বিভক্ত করবেন না। মিলেমিশে রাজনীতি করুন। দলকে শক্তিশালী করুন। এক পতাকা তলে এসে সাংগঠনিক নির্দেশনা অনুসারে কাজ করুন। না হয় আপনারাও স্বৈরাচারের দোসর হিসেবে বিবেচিত হবেন।” ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান এসকল কথা বলেছেন।

তিনি আরো বলেন, “আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অতীতের সমস্ত নির্বাচন থেকে এই নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই ঘরে ঘরে তারেক রহমানের সালাম পেঁৗছে দিন। “জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে জুলাই মাসে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনগণের আশা আকাঙ্খার কথা ব্যক্ত হয়েছে।”

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপি আয়োজিত চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মহসীন মোল্লা, আলমগীর হোসেন পাটওয়ারী, মাসুদ আলম, আব্দুর রহমান, ফারুক আহাম্মেদ খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামীম পাটওয়ারী, সাংগঠনিক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওবায়েদ উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন জনি প্রমূখ।

এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ ডিসেম্বর ২০২৪