লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে ধরা পড়া একটি ইলিশ মাছ ৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় জেলার কমলনগরের মতিরহাট মাছঘাটে ২ কেজি ৩শ গ্রাম ওজনের মাছটি নিলামে এই দামে বিক্রি হয়।
আব্দুস ছাত্তার নামে এক জেলে মাছটি বিক্রির জন্য ওই ঘাটে নিয়ে আসেন।
জানা গেছে, স্থানীয় দাদনদার আবদুল মালেকের বাক্সতে মাছটির ডাক ওঠে।
সর্বোচ্চ দামে এক বেপারি মাছটি কিনে নেন। তিনি ঢাকায় পাঠিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানান।
মাছটি ঘাটে নিয়ে আসা হলে এক নজর দেখতে মৎস্য ব্যবসায়ী এবং স্থানীয়রা ভীড় করেন।
জেলে আব্দুস সাত্তার জানান, মাছ ধরার জন্য প্রতিদিন তিনি ট্রলার নিয়ে মেঘনা নদীতে নামেন। নদীতে আশানুরূপ ইলিশ মাছ পাওয়া না গেলেও বুধবার বিকেলের দিকে তার জালে একটি বড় ইলিশ মাছ উঠে আসে। এ সময়টাতে সাধারণত এতো বড় আকারের ইলিশ মাছ মেঘনায় পাওয়া যায় না। এছাড়া নদীতে মাছের অকাল থাকায় বেপারীদের কাছে বড় মাছের চাহিদা বেশি। তাই চড়া দামে মাছটি বিক্রি করতে পেরেছেন।
মতিরহাটের দাদনদার আব্দুল মালেক বলেন, তার দাদন দেওয়া জেলে আব্দুর সাত্তার বড় মাছটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন। চলতি মৌসুমে এত বড় মাছ এ অঞ্চলের আর কারো জালে ধরা পড়েনি। বড় সাইজের মাছ কম থাকায় এ মাছটি বেশি দামে বিক্রি করা গেছে।
টাইমস ডেস্ক/ ২৫ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur