হাজীগঞ্জ

এই প্রথম একুশে বই মেলার আয়োজন

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো ২১শে বই মেলার আয়োজন করা হয়।

উপজেলার একঝাঁক সুচিন্তক ব্যক্তিদের আয়োজনে বই মেলা চলবে ২১শে ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল শ্রেণি, পেশার মানুষের জন্য দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মোক্ত করেছে কর্তৃপক্ষ।

হাজীগঞ্জ পশ্চিম বাজার গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড মিনি চাইনিজের সম্মুখে অনুষ্ঠিত বই মেলা সফল করার লক্ষ্যে ইতোমধ্যে কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

২১ শে বই মেলা উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদ ইকবাল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বই মেলার আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিদিন থাকবে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও জ্ঞানান্বেষণের গুরুত্ব তুলে ধরতে বিশিষ্ট জনদের অংশ গ্রহণে আলোচনা সভা থাকবে। মেলার স্টলগুলোতে থাকবে দেশের বিশিষ্ট লেখকদের বই, শিশু সাহিত্য, কার্টুনসহ দেশ বিদেশের নামী-দামী লেখকদের বই। স্টল বরাদ্ধ দেয়া হয়েছে দর্শণার্থীদের প্রয়োজনের দিক বিবেচনা করে।

উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মেলায় অংশ গ্রহণ করতে পারবে আর শিক্ষার্থীদের জন্য সকল স্টলের সকল বইয়ের ওপর বিশেষ ছাড়ে বই বিক্রি করা হবে।

প্রতিবেদক-জহিরুল ইসলাম জয়
।। আপডটে,বাংলাদশে সময় ০৬ : ৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
এইউ

Share