ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ভাষা দিবসকে ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা

চাঁদপুর ফরিদগঞ্জে শান্তিপূর্ন ভাবে মহান ভাষা দিবস উদযাপন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ আয়োজন সম্পন্ন করা হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানানোর স্বার্থে আজ রাতে সরকারী প্রশাসন কঠোর ভুমিকায় থাকবে বলে নিশ্চিত হওয়া গেছে।পাশাপাশি আজ সকাল থেকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও সবার প্রতি কঠোর নাজিরদারি রেখেছে। এছাড়াও রয়েছে বিভিন্ন স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনি।

সরকারী প্রশাসন সুত্র জানায়, আজ রাতে শহীদ মিনারে প্রথমে ফরিদগঞ্জের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাতে ফুল দেয়ার পর উপজেলা চেয়ারম্যান শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাবে বলে সরকারী প্রশাসন নিশ্চিত করেছে।

এমপি ও উপজেলা চেয়ারম্যান পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর বিভিন্ন সামাজিক সংগঠন শান্তিপূর্ন ভাবে উক্ত কর্মসূচী পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা রয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব এ প্রতিনিধিকে বলেন, ৫২’র ভাষা আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষায় আজ কথা বলছি। সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে গিয়ে সবাই যেন শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখে সে জন্য সকল আয়োজন সম্পন্ন করা রয়েছে। অহেতুক কোন ইসু সৃষ্টি করে কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশের পক্ষে আইনগত সকল প্রস্তুতি সম্পন্ন করা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন,মহান ভাষা দিবসটি শান্তিপূর্ন ভাবে উদযাপন করার স্বার্থে এ দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে এমপি মহোদয় ও পরে উপজেলা চেয়ারম্যান মহোদয় শ্রদ্ধাঞ্জলী জানানোর পর পর্যায়ক্রমে সবাই শ্রদ্ধাঞ্জলী জানানোর স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

শিমুল হাছান

Share