একুশে টিভির মালিকানা পরিবর্তন

বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশের (ইটিভি) মালিকানা ফের পরিবর্তন হয়েছে।

বুধবার এস আলম গ্রুপ একুশে টিভির মালিকানায় এসেছে বলে একুশে টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ ঋণ আদালত আইন-২০০৩ এর ১২ ধারা অনুযায়ী আদালতের নির্দেশক্রমে গত ৮ অক্টোবর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে একুশে টেলিভিশন লিমিটেডের শেয়ার এবং ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এতদসংক্রান্ত সবকিছু কিনে নেয় এস আলম গ্রুপ।

বুধবার প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর এক সভায় টেলিভিশনটির পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনার কথা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ।

বুধবার একুশে টিভির মালিক আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে নতুন মালিক এস আলম (সাইফুল আলম) গ্রুপের কাছে মালিকানা হস্তান্তর করেন।

২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ আগস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।

এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টিভি।

নিউজ ডেস্ক ।। আপডেট: ০১:৫৫ এএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ

Share