Home / শীর্ষ সংবাদ / মানুষের পাশে থেকে মমতার পরশে চিকিৎসা দিতে হবে
মানুষের পাশে থেকে মমতার পরশে চিকিৎসা দিতে হবে

মানুষের পাশে থেকে মমতার পরশে চিকিৎসা দিতে হবে

মিজানুর রহমান রানা | আপডেট: ১২:০৫ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৫, রোববার

ডা. আহমাদুল কবির চাঁদপুরের একজন সুপরিচিত চিকিৎসক। দীর্ঘদিন ধরে চাঁদপুরে তিনি সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

সময়ের পরিক্রমায় আজ চাঁদপুরে যখন ডা. আহমাদুল কবিরদের মতো সুশিক্ষিত ডাক্তাররা পেশাধারী ও মানুষের সর্বপ্রকার সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসেন তখন মানুষ এ পেশার চিকিৎসার প্রতি বিশ্বাস হয়ে ওঠে।

গুণী এই ডাক্তারকে নিয়ে চাঁদপুর টাইমসের বিশেষ আয়োজন পাঠকের জন্যে প্রকাশ করা হলো।

১. চাঁদপুর টাইমস : অসংখ্য পেশা থাকা স্বত্ত্বেও চিকিৎসা পেশা বেছে নিলেন কেনো?
ডা. আহমাদুল কবির : মানুষের সেবার জন্য। সাথে সাথে নিজ এবং নিজের পরিবারের চিকিৎসার জন্যে।

২. চাঁদপুর টাইমস : আপনি কীভাবে কখন, কোথায়, কোন্ কর্মস্থল থেকে চিকিৎসক পেশার শুরু, কীভাবে করেছিলেন?
ডা. আহমাদুল কবির : এমবিবিএস ও ইন্টার্নীশীপ শেষে ঢাকায় কাজ শুরু করি। এছাড়াও আমি বগুড়ায় সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়েছি। বর্তমানে ইন্টারনেট রিসার্চ করে এবং অন্যান্য ডাক্তারদের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছি।

৩. চাঁদপুর টাইমস : চিকিৎসকসেবার মতো মহান পেশায় আসার ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছিলেন যাঁরা।
ডা. আহমাদুল কবির : বাবা এবং মা।

৪. চাঁদপুর টাইমস : আপনার পূর্বে, আপনার পেশার সূচনায় এবং বর্তমান চিকিৎসা পেশার কতটুকু পার্থক্য, মিল এবং সে সময় এবং এ সময়ের চিকিৎসা পেশার তফাৎ ও মূল্যায়ন।
ডা. আহমাদুল কবির : বর্তমানে চিকিৎসা পেশা উন্নত হচ্ছে। নতুন নতুন রোগ যেমন বাড়ছে তেমনি নতুন নতুন ঔষধও আবিষ্কৃত হচ্ছে। অতীতে অনেক রোগ ছিলো না, যা বর্তমানে আছে। দিন যত যাচ্ছে টেকনোলজি তত উন্নত হচ্ছে।

৫. চাঁদপুর টাইমস : শুরু থেকে সহকর্মী হিসেবে যাদের পাশে পেয়েছিলেন।
ডা. আহমাদুল কবির : ইমরান, তায়েফ, হাসিব, আশিক ভাই।

৬. চাঁদপুর টাইমস : চিকিৎসক বা একজন ডাক্তারের কর্মক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং সফল হওয়ার উপায়।
ডা. আহমাদুল কবির : জরুরি রোগী দেখা একটা চ্যালেঞ্জ। যদি একা সামাল না দিতে পারা যায়, প্রয়োজনে সহযোগী চিকিৎসকদের সাহায্য নেয়া।

৭. চাঁদপুর টাইমস : আপনার দৃষ্টিতে একজন যথাযথ চিকিৎসককে যেভাবে তৈরি করা প্রয়োজন।
ডা. আহমাদুল কবির : চিকিৎসকদের সাথে সম্পর্ক রাখা।

৮. চাঁদপুর টাইমস : এ পেশায় আসার জন্যে আগ্রহী নতুনদের জন্যে আপনার পরামর্শ।
ডা. আহমাদুল কবির : নতুনদেরকে স্বাগতম। তবে তাদের প্রতি আমার আবেদন থাকবে, মানুষকে মমতার পরশে পাশে থেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে চিকিৎসায় এগিয়ে আসতে হবে।

৯. চাঁদপুর টাইমস : শিক্ষাজীবন, কর্মজীবন, চাওয়া-পাওয়া, আনন্দ-হতাশা, সম্ভাবনা ও জীবনের উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা।
ডা. আহমাদুল কবির : আমার শিক্ষাজীবনের উল্লেখযোগ্য অংশ কেটেছে আলআমিন একাডেমীতে। এখন থেকে এসএসসি, এইচএসসি, পরে ঢাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাস করি। কর্মজীবন, ঢাকা, চাঁদপুর ও বগুড়ায় কেটেছে।
জীবনটাই তো একটা স্মরণীয় ঘটনার স্মৃতি। এতে চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ তো থাকবেই, তবে ধৈর্যসহকারে জীবনকে অতিবাহিত করতে হবে পরম স্রষ্টার প্রতি অবনত হয়ে।

১০. চাঁদপুর টাইমস : এ পেশার নাম ভাঙ্গিয়ে ডাক্তার না হয়েও অনেকে ডাক্তার নামে এ পেশায় অর্থ উপার্জন ও মানুষকে ধোঁকা দিচ্ছে করছে। এ থেকে উত্তরণের উপায় কী?
ডা. আহমাদুল কবির : এ ব্যাপারে সরকারের স্বাস্থ্য বিভাগের উদাসীনতায় হতে পারে অপেশাদার বা ডাক্তার না হয়েও এ পেশায় অনেকে মানুষকে প্রতারিত করছে। সরকার এ ব্যাপারে কড়া নজর দিলে বিষয়টি থাকবে না।

১১. চাঁদপুর টাইমস : চিকিৎসক (ডাক্তার) পেশা থেকে মানুষ, সমাজ, জাতি, দেশের কল্যাণে কতটুকু কাজ করা যায়?
ডা. আহমাদুল কবির : বিনয়ী, ন¤্রতা, ভদ্রতা আর দক্ষতা দিয়ে একজন চিকিৎসক মানুষ সমাজ জাতির কল্যাণ বয়ে আনতে পারে।

১২. চাঁদপুর টাইমস : একজন সফল চিকিৎসকের আদর্শগত দিক কী কী হওয়া উচিত?
ডা. আহমাদুল কবির : বিনয়, ন¤্রতা-ভদ্রতা ও দক্ষতা এবং পেশাদার মনোভাব।

১৩. চাঁদপুর টাইমস : সাংবাদিকতা ও চিকিৎসেবা এ দু পেশার মধ্যে সামঞ্জস্য, পার্থক্য ও সমন্বয় কতটুকু সম্ভব? একটি পেশা কি অন্যটির পরিপূরক?
ডা. আহমাদুল কবির : কিছু কিছু ক্ষেত্রে পরিপূরক। যেমন একজন সাংবাদিক জনমানুষের কল্যাণে কাজ করে তেমনি একজন ডাক্তারও। কিছু কিছু ক্ষেত্রে পরিপূরক। যেমন একজন ডাক্তারের ভালোগুণগুলো একজন সাংবাদিকই সমাজে প্রকাশ করতে পারে। ফলে চিকিৎসা পেশা ও চিকিৎসকদের প্রতি মানুষের উন্নত মনোভাব প্রকাশ পায়।

১৪. চাঁদপুর টাইমস : আপনার নিজের মতো করে কিছু বলুন।
ডা. আহমাদুল কবির : অভিজ্ঞতা একটা সোনার হরিণের মতো দুর্লভ। অভিজ্ঞ চিকিৎসকদের সাথে থাকা একটা প্রয়োজনীয় কাজ। যত রোগী দেখবে ততো অভিজ্ঞতা বাড়বে। এবং একটা নির্দিষ্ট সময়ে ¯্রষ্টার সৃষ্টি নিয়ে গবেষণা করা- এটা হতে পারে রোগ, শোক ইত্যাদি।
১৫. অন্যান্য তথ্যাবলী :

পুরো নাম আহমাদু কবির, পিতার নাম : মুহাম্মদ বুলু আহমেদ,
স্থায়ী ঠিকানা: দুর্গাহাটা, সিরাজগঞ্জ, বগুড়া।

বর্তমান ঠিকানা : করিম পাটওয়ারী সড়ক, চাঁদপুর।
মুঠোফোন : ০১৮১৪৮৯৮৪৫৮

 

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫