শিক্ষাঙ্গন প্রতিবেদক :
একাদশ শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়ায় জালিয়াতির কারণে সময় বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে শিক্ষা বোর্ডগুলো। এছাড়া ভর্তির আবেদন প্রক্রিয়ায় জালিয়াতি ও প্রতারণাকারী ১৫ কলেজের বিরুদ্ধে চার ধরনের ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা চলছে। অপরাধের ধরনের ওপর প্রয়োগ করা হবে এ শাস্তি। এগুলো হচ্ছে- জালিয়াতির দায়ে অভিযুক্ত কলেজকে এবার ছাত্রছাত্রী ভর্তি করতে দেয়া হবে না। যেসব কলেজ এমপিও পায়, তাদের সেই সুবিধা স্থগিত করা হবে। প্রতারণার দায়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা এবং কলেজের অনুমোদন বাতিলের মতো শাস্তিও রয়েছে বিবেচনায়। শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ৯ লাখ ২৬ হাজার ৯৪৪ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য অনলাইন ও এসএমএস পদ্ধতিতে আবেদন করেছে। তবে একজনে একাধিক আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১১ হাজার ৮২১টি। আবেদন প্রক্রিয়া আগামীকাল শেষ হওয়ার কথা থাকলেও ২১ জুন পর্যন্ত সময় বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর। প্রতারণার শিকার শিক্ষার্থীরা যাতে নতুন করে আবেদনের সুযোগ পায়, সেজন্য এ সময় বৃদ্ধি করা হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিষয়টি চূড়ান্ত করা হবে।
একাদশ শ্রেণীর ভর্তির জন্য প্রথমবারের মতো এবারই অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। একজন শিক্ষার্থী নিজের রোল, পরীক্ষার সন ইত্যাদি দিয়ে পছন্দমতো সর্বোচ্চ ৫টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। কিন্তু একশ্রেণীর কলেজ প্রতারণা ও জারিয়াতির আশ্রয় নিয়ে ছাত্রছাত্রীদের নামে নিজেরাই আবেদন করে দিচ্ছে। এর ফলে তারা পছন্দের কলেজে ভর্তি হতে পারছে না। ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান সিস্টেম অ্যানালিস্ট মনজরুল কবীর জানান, মঙ্গলবার পর্যন্ত তারা ১৫টি কলেজের বিরুদ্ধে এ ধরনের ২ সহস্রাধিক অভিযোগ পেয়েছেন। আমরা এরই মধ্যে এসব শিক্ষার্থীর আবেদন বাতিল করে দিয়েছি।
এবার একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করছে ঢাকা বোর্ড। বুয়েটের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এ ডিজিটাল ভর্তি কার্যক্রম। এসব বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের অভিযোগ যাচাই-বাচাই শেষে যাদের শোকজ করা হয়েছে, তারা এখন শোকজের জবাব দেবে।
আপডেট: ১১:৫২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur