শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনতে একটু পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তামিম, মিরাজ, তাসকিন ও শফিউল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি।
প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে নাকানিচুবানি খায় টাইগাররা। চতুর্থ ইনিংসে স্বাগতিকদের দেয়া ৪২৪ রানের জবাবে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এতে ৩৩৩ রানের বিশাল ব্যবধানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে মুশফিক বাহিনী।
দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন একটি। আগের টেস্টে মরনে মরকেলের ইনজুরিতে দলে ঢুকেছেন বাঁহাতি পেসার ওয়েইন পারনেল। চোটাক্রান্ত বাংলাদেশ দলে মোট পরিবর্তন ৪ টি। ওপেনার তামিম ইকবালের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, তাঁর জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী শুভাশীষ রায় ও রুবেল হোসেন।
বাংলাদেশ টেস্ট একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজু রহমান, শুভাশিষ রায়।
দক্ষিণ আফ্রিকার টেস্টের দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডুয়ান্নে অলিভিয়ের, ওয়েন পারনেল, অ্যান্ডাইল ফেহলুকবায়ো, কাগিসো রাবাদা।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৬ : ৩০ পিএম, ০৬ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur