দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবতার ঐক্য কামনায় মালয়েশিয়াস্ত গোপালগঞ্জ সমিতির আলোচনা সভা রোববার (৩১ জুলাই) বিকালে কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শত ষড়যন্ত্র সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে জনগণের কাছে প্রদত্ত অঙ্গিকার পূরণে একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রেখেছেন।’
বক্তারা আরো বলেন, ‘একাত্তরের চেতনায় জঙ্গিদের সমূলে নির্মূল করতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এজন্যে যত রকমের সহায়তা প্রয়োজন তা প্রবাসের বাঙালিরা দিতে বদ্ধপরিকর।’
গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শওকত হোসেন তিনুর সভাপতিত্বে ও সহ দপ্তর সম্পাদক মো: তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মুক্তিযোদ্ধা হাজী মো. মতিউর রহমান, জেলা সমিতির সাধারন সম্পাদক তরিকুজ্জামান মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম রোসি, সহ সভাপতি মো. শামসুল হক, আব্দুল আজিজ, মো. হারুনুর রশিদ, জসিম উদ্দিন চাদ, বি বাড়িয়া জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Boshir.jpg” ] প্রতিবেদক- বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur