আদশা আল-হাসানাহ একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদগঞ্জ আদশা আল-হাসানাহ একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। রোববার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গনে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতিতে এ কার্যক্রম অুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একাডেমির ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবদুল হান্নান দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় একাডেমির অধ্যক্ষ নুরুল ইসলাম স্বপন, কো-অর্ডিনেটর দিলিপ চন্দ্র দাস, শিফট ইনচার্জ রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ বনায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার ফল মারাত্মক। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি পদক্ষেপ।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নূন্যতম ১টি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এর আগে বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজক্টরের ক্লাস উদ্বোধন করেন একাডেমির পরিচালক আহছান হাবিব।

এ বিষয়ে পরিচালক আহছান হাবিব বলেন বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে আদশা আল-হাসানাহ একাডেমি কাজ করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান শিশুদের জটিল বিষয় গুলো শেখার ক্ষেত্রে আরো সহজ করে তুলবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরো জানান ,‘এরইমধ্যে আমরা ডিজিটালাইজড পদ্ধতিতে পাঠদান ও বিদ্যালয় পরিচালনার কাজ শুরু করে দিয়েছি। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘরে বসেই অভিভাবকরা মোবাইল এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। এবং বিদ্যালয়ের সকল তথ্য অভিভাবকের মোবাইলে এসএমএস মাধ্যমে জানিয়ে দেয়া হয়। আমাদের ওয়েবসাইটের তথ্যও আমরা আপডেট করছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসছে কিনা তা অভিভাবক ঘরে বসেই জানতে পারবে।’

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ২০ পিএম, ২৩ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ