চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়া অস্ত্রধারী যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর থানার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় পাঁচটি হত্যা মামলাসহ ১২টি মামলা হয়েছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট সে একাই ছাত্রজনতার ওপরে ২৮ রাউন্ড গুলি ছুড়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন।
এডিসি তারেক আজিজ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদকে গ্রেফতার করা হয়েছে। ৪ আগস্ট ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে জানা যাবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৩ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur