সমাজ গঠনে একযোগে শপথ নিলো গোটা দেশ। সেই ধারাবাহিকতায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে এগিয়ে আসি’—এই প্রতিপাদ্যে চাঁদপুরেও অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এ কর্মসূচি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁদপুরেও আয়োজন করা হয় এ অনুষ্ঠান। জেলা পর্যায়ে এ আয়োজনের বাস্তবায়ন করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ।
তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এবং এই অনুষ্ঠানের অংশ হিসেবে চাঁদপুর শিশু পরিবার অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিশু পরিবারের মেয়েদের মনমুগ্ধকর নিত্য এবং দেশাত্মবোধক গানের আয়োজন ছিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিটি পালন করা হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংগীত আমরা সবাই পড়ি, কিন্তু কজন তা অন্তরে ধারণ করি? শপথ বাক্যও তেমনই—শুধু উচ্চারণ নয়, অন্তরের আলোয় তা ধারণ করলেই সমাজ গঠনের মূল চেতনা সফল হবে।
আজকের এই মহৎ আয়োজনে আমরা প্রতিজ্ঞা করছি—সামাজিক অন্যায়, বৈষম্য, দুর্নীতি আর অবহেলা দূর করে একটি মানবিক রাষ্ট্র গড়ব।
সমাজের প্রতিটি স্তরে সেবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করলে প্রকৃত সমাজ গঠন সম্ভব নয়। তরুণদের পাশাপাশি নারীদের প্রতিভা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করে আমরা এগিয়ে যাবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার নানা শ্রেণি-পেশার মানুষ, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল শতাধিক নারী, যাদের সবাইকে “জুলাই কন্যা” হিসেবে সম্মান জানানো হয়। এই নারীরা সমাজের উন্নয়ন ও নারী ক্ষমতায়নের এক অমূল্য শক্তি হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
নারীদের উপস্থিতি এ কর্মসূচির গুরুত্ব বৃদ্ধি করে এবং “জুলাই চেতনাকে” আগামী প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতে তাদের ভূমিকা অপরিহার্য প্রমাণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন,চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূরুল বাশির,বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজমুস শাহাদাত ফাহিম।
এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমাজের পরিবর্তন ও উন্নয়নে নতুন চেতনা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৬ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur