একমঞ্চে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা
শাহরাস্তি পৌরসভা ৮ নং ওয়ার্ডের ধানের শীষের সমর্থকদের সাথে মতবিনিময় সভায় একমঞ্চে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা।
সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে শাহরাস্তি পৌর এলাকার সদর ৮ নংওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিএনপির নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সাবেক পৌর কাউন্সিলর সফি উল্লাহ মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, বিএনপির নেতা মনির হোসেন মিন্টু, ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গাজী ইউনুস, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপির নেতা আব্দুল মালেক, সফি আহমেদ, আবুল হায়দার, সাহাদাত হোসেন প্রমুখ। সভায় সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেয়া হয়। এছাড়াও দলীয় মনোনয়ন যিনি পাবেন তার পক্ষে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেয়া হয়।
এই প্রথম প্রকাশ্যে বিএনপিকে সকাল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ করার এই প্রয়াসটিকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। এতে করে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী ও নেতাকর্মীদের মাঝে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সাধারণ নেতাকর্মীরা মনে করেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৫ অক্টোবর ২০২৫