রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (১০ আগস্ট সকাল ৮টা থেকে ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে চারজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন রোগীদের সবাই বিজিবি হাসপাতাল পিলখানায় ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৯ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আটজন সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত সর্বমোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৩৭৩ জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, চলতি মাসের শুরু থেকে হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২ আগস্ট পাঁচ, ৫ আগস্ট ছয়, ৭ আগস্ট চার এবং আজ ১১ আগস্ট চার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা ব্যুরো চীফ,১২ আগস্ট ২০২০