Home / সারাদেশ / একদিনে দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫০ জন
ডেঙ্গু

একদিনে দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫০ জন

ডেঙ্গুর রেড জুন খ্যাত কুমিল্লা জেলার দাউদকান্দিতে গেলো ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালের পরিসংখ্যানে ডেংগু পরীক্ষা করেছে ২৭৪ জন। এদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয় ৫০ জনের।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, গত দুই মাসে শুধু দাউদকান্দিতেই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। এটি কিছুতেই নিয়ন্ত্রণে আসছেনা। এ উপজেলায় প্রায় আড়াই হাজারের অধিক।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসের গতকালে হিসেব অনুযায়ী জেলায় নতুন করে ১৭ জন ডেংগুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারী হাসপাতালে ৩১ ভর্তি আছে।

ডেংগুতে ২০২৫ সালে সরকারী ভাবে জেলায় মোট আক্রান্ত ৪৫৩ এবং এদের মধ্যে ০৫ জনের মৃত্যুর কথা বলে হলেও বেসরকারী হিসেব অনুযায়ী শুধু দাউদকান্দিতেই মারা গেছে ৫জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই হাজার।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০৭ জুলাই ২০২৫