শাহরাস্তি

হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিপুল ভোটে মেজর রফিক নির্বাচিত

চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) বিপুল ভোটে ৪র্থ বারের মতো মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি ৩ লাখ ১ হাজার ৬শ’ ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ইঞ্জিঃ মমিনুল হক পেয়েছেন ৩৭ হাজার ১শ’ ৯৫ ভোট।

ধানের শীষের প্রার্থীর চেয়ে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ২ লাখ ৬৪ হাজার ৪শ’ ৫৩ ভোট বেশি পেয়েছেন। এদিকে ফলাফল হাতে পেয়ে এক প্রতিক্রিয়ায় মেজর রফিক বলেন, এই ফলাফলে আমি হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার জনগণের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) দুটি উপজেলার ১৪১টি কেন্দ্রের মধ্যে ১৪০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ৮৩টি ও শাহরাস্তি উপজেলায় ৫৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বিএনপি নেতা-কর্মীদের ব্যালট বাঙ্ ছিনতাইয়ের কারণে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী পেয়েছেন ৩,৫৭২ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়া পেয়েছেন ২,৯৯৬ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী পেয়েছেন ৯১৬ ভোট ও জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোঃ ওবায়েদ মোল্লা পেয়েছেন ৬৫৮ ভোট।

দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮ হাজার ৪শ’ ৯৬। এর মধ্যে ৩ লাখ ৫১ হাজার ১শ’ ১২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ১শ’ ২৭ ভোট।

এদিকে ঐক্যফ্রন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক ৩৭,১৯৫ ভোট পেলেও বিভিন্ন কারণ দেখিয়ে ভোটের দিন বিকেল ৩টায় ভোট বর্জন করেন।

রাতে ফলাফল হাতে পাওয়ার পর হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে এক প্রতিক্রিয়ায় মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। তবে আমৃত্যু আপনাদের পাশে থাকার কথা দিলাম। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষে নির্বাচনের জন্যে তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

স্টাফ করেসপন্ডেট
৩১ ডিসেম্বর,২০১৮

Share