Home / চাঁদপুর / একতাবাজার অগ্নিকান্ডের স্থান পরিদর্শন জেলা পরিষদ চেয়ারম্যান
একতাবাজার অগ্নিকান্ডের স্থান পরিদর্শন জেলা পরিষদ চেয়ারম্যান

একতাবাজার অগ্নিকান্ডের স্থান পরিদর্শন জেলা পরিষদ চেয়ারম্যান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একতা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে গেলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়াম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি ওই এলাকায় গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, মূল পাড়া একতা বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খোরশেদ আলম, ২ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড মেম্বার আবদুল হাই মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মহসীন তপাদার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কে এম মাহবুব আলম, মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন, ৪ নং সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বর আনোয়ার হোসেন, কামাল হোসেন ও রুহল আমিনসহ এলাকার বিভিন্ন মহলের ব্যাক্তিবর্গ ও বাজার ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে ফরিদগঞ্জের একতা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জ্বালানী তেল, পোল্ট্রি মুরগী, ফার্মেসীসহ এতে ১০ দোকানের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুনের খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের (উত্তর) সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, মুরগীর দোকানের ড্রেসিং মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। সাথে একটি জ্বালানি তেলের দোকান থাকায় আগুন দ্রুত বৃদ্ধি পেয়ে দোকানগুলো ভস্মিভূত হয়।

অগ্নিকান্ড সর্ম্পকে বাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. খোরশেদ আলম তপদার জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীরা হলেন, সারের ডিলার ব্যবসায়ী মোঃ আঃ মান্নান তপাদার, লেপ তোসক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন তপাদার, ব্যবসায়ী অলি আহম্মেদ দর্জি, মোঃ আঃ রাজ্জাক মোঃ মামুন তপাদার, মোঃ মাসুদ তপাদার, মোঃ মহসীন তপাদার, শ্রী স্বদেশ চন্দ্র দাস, আবুল খায়ের বেপারী, হুমায়ন সর্দার ও শ্রী শীল।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ২: ৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply