‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রোড ট্রান্সপোট অথরিটি (বিআরটিএ) চাঁদপুর জেলার আয়োজনে পেশাজীবী মোটরযান চালকদের সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ৩১ মে সকাল ১০টায় জেলা প্রশাসেকর মাধুবী মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই বলেন, ‘যারা আজকের প্রশিক্ষণ নিচ্ছেন তারা কিছুটা হলেও গাড়ি চালানোর ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনারা গাড়ি চালানোর সময় সকল ধরনের চিন্তা ভাবনা না করে কি ভাবে গাড়ি চালানো যায় সে দিকে খেয়াল রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘সরকার গাড়ি চালকদেরও অনেক সুবিধা দিয়েছে। আপনার একটু ভুলের কারণে যে কোনো মুহূর্তে একটি প্রাণ চলে যেতে পারে। মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি । সময়কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় অনেকের প্রাণ চলে যায়।’
বাংলাদেশ রোড ট্রান্সপোট অথরিটি (বিআরটিএ) চাঁদপুর জেলার সহকারী পরিচালক শেখ মো. এমরানের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান।
আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আশ্রাফ চৌধুরী, ট্রাফিক কর্মকর্তা আব্দুর রহমান, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মুন্সি, ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন গাজী, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মমিন মিয়াজী, মহামায়া ড্রাইভার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিঠু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষনার্থীসহ বিআরটিএ কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ৩১ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ